গ্রামবাসীর হাতে জাল টাকাসহ যুবক আটক
৯টি এক হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা হানুরবাড়াদি গ্রামবাসী। গাঁজা কিনতে গিয়ে এই জালটাকাসহ গ্রামের চায়ের দোকানে ধরা পড়ে সে। পরে তাকে তুলে দেওয়া পুলিশের হাতে।
আটক রুমান হোসেন (২০) ডিঙ্গেদহ হাটখোলাপাড়ার সেলিম হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বুধবার রাতে হানুরবাড়াদী গ্রামে আসে রুমান। গ্রামের কাজীপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করে গ্রামবাসী। এরপর পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার কাছ থেকে ৯টি এক হাজার টাকার জাল নোট জব্দ করে। এরপর থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ডিঙ্গেদহ গ্রামের খাইরুল নামের একজন গাঁজা কেনার জন্য এই টাকাগুলো দিয়েছিল রুমানকে। আগেও জাল টাকা দিয়ে খাইরুলকে গাঁজা কিনে দিয়েছিলেন রুমান। রুমানকে মাদক আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। খাইরুলকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।
এ ঘটনায় সদর থানার এসআই শেখ হাদীউজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
/এএন