বাবার মরদেহের পাশে কান্না করছিল শিশু, স্ত্রী পলাতক

মেঝেতে পড়েছিল বাবার মরদেহ। পাশে কান্না করছিল তার ৬ মাস বয়সী শিশু কন্যা। শিশুটির কান্নার শব্দে আশপাশের লোকজন ঘরে ঢুকে আবু সাইদের (৩৫) মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে টাঙ্গাইলের পৌর শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী হৃদয় ভানু পলাতক রয়েছেন।
আবু সাঈদ টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারুটিয়ার ওমর আলীর ছেলে। তার স্ত্রী হৃদয় বানু হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়তুন নেছার মেয়ে।
স্থানীয়রা জানান, আবু সাইদ তার প্রথম স্ত্রী ও সন্তান রেখে হৃদয় ভানুকে বিয়ে করেন। হৃদয় ভানুও আগে একটি বিয়ে করেছিলেন। ৬ মাস আগে শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে একটি বাসা ভাড়ায় বসবাস করতে থাকেন আবু সাইদ। তিনি মাঝে মধ্যে ওই বাসায় এসে থাকতেন।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবু সাইদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী হৃদয় ভানু পলাতক আছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসজি/
