গোপালগঞ্জে নসিমনে ট্রেনের ধাক্কা, ৫ শ্রমিক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় শ্রমিক ও ঢালাইমেশিন বোঝাই একটি নসিমনের ৫ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুরজ মৃধা (৩৫), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারের ছেলে রাজ্জাক সিকদার (৪০)।
জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা 'টুঙ্গিপাড়া এক্সপ্রেস' ট্রেনটির সঙ্গে কাগদী রেলক্রসিংয়ে ১৪ জন শ্রমিক ও ঢালাইমেশিন বোঝাই নসিমনের সংঘর্ষ হয়। নসিমনটি সিগনাল অমান্য করে পার হতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত ও ৯ জন আহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এসজি/