পাটুরিয়া ঘাটে আটকে আছে তিন শতাধিক যান
পাটুরিয়া ফেরি ঘাট
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ঘাটগুলোতে ভোগান্তি পোহাতে হচ্ছে পণ্যবাহী পরিবহন চালকদের। ফেরি স্বল্পতার কারণে আটকে আছে তিন শতাধিক যান।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য অপেক্ষারত আছে বলে জানিয়েছেন বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল।
অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন পারাপার করায় যাত্রীবাহী পরিবহনে কোনো চাপ নেই বলেও জানিয়েছেন তিনি।
জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ২০টি ফেরি বরাদ্দ থাকলেও বর্তমানে ১৫টি ফেরি সচল আছে। পাঁচটির মধ্যে একটি ফেরি মধুমতি ভাসমান কারখানায় মেরামত অবস্থায় এবং বাকি চারটি ফেরি ইঞ্জিনজনিত ত্রুটির কারণে নারায়নগঞ্জ ডকইয়ার্ডে আছে।
বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল বলেন, তিন চারদিন ধরে আবহাওয়ার অবস্থা ভালো আছে। ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে না। ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী পরিবহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করায় পণ্যবাহী প্রায় তিন শতাধিক ট্রাক টার্মিনালে পারাপারের অপেক্ষায় আছে।
টিটি/