আখাউড়ায় চলছে দলীয় প্রতীকহীন ইউপি নির্বাচন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৫ ইউনিয়নে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। সকালে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণের এক ঘণ্টা আগেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল। নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে এসেছেন নিজেদের ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা জানান, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৯৮৩ ও নারী ভোটার ৪১ হাজার ৪৫৫ জন।
কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোটকেন্দ্রে ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে ভোট কার্যক্রম চলছে।
কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিদর্শন করতে দেখা গেছে।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আমরা আশাবাদী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এসএ/