কক্সবাজারে ৬ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় ৬ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। শুক্রবার দিবাগত রাত (২৫ ডিসেম্বর) ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার বালুখালী উখিয়ার ঘাট থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল জানতে পারে মিয়ানমার থেকে বালুখালী এলাকায় ইয়াবার একটি বিশাল চালান আসছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব উক্ত স্থানে বিশেষ নজরদারি শুরু করে। রাত ১২টা ৫০ মিনিটের দিকে একটি সংঘবদ্ধ চক্র কয়েকটি বস্তা পাচার করার চেষ্টা করে। তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে পালিয়ে যাওয়ার সময় এক মাদক কারবারিকে আটক করে র্যাব। সেই বস্তা তল্লাশি করে ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।’
আটক মাদক কারবারি হলেন, বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৯ এর সি-১৫ ব্লকের মো. কালুর ছেলে মাহাত আমিন (১৮)।
গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র ঐ স্থান দিয়ে বিভিন্ন মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালান করে আসছে। পাচারকারি চক্রে রােহিঙ্গা ছাড়াও কয়েকজন বাংলাদেশি জড়িত আছে বলে সে স্বীকার করে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্য আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
টিএ/এএন