মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'দামপাড়া'র শুটিং শুরু
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'দামপাড়া'র দৃশ্যধারণ (শুটিং) কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এ সিনেমার দৃশ্যধারণ শুরু হয় শুক্রবার সন্ধ্যা থেকে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর দৃশ্যধারণের উদ্বোধন করেন। চলচ্চিত্রটির পরিচালক শুদ্ধমান চৈতনসহ সহকারী পরিচালক, শিল্পী-কলাকুশলী এবং পুলিশের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. শাহাদত হুসেন রাসেল শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের পুলিশ সুপার শহীদ এম শামসুল হকের বীরত্ব ও আত্মত্যাগের ঘটনা নিয়ে তৈরি করা হচ্ছে সিনেমাটি।’
সিনেমার মূল চরিত্রটি রূপায়ণ করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় দেখা যাবে আশনা হাবিব ভাবনাকে। সিনেমাটি প্রযোজনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপি সূত্র জানায়, মুক্তিযুদ্ধের শুরুতেই পাকিস্তানিদের লক্ষ্য ছিল চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার শামসুল ইসলামকে হত্যা করা। অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়। দেশপ্রেমিক এই পুলিশ কর্মকর্তার মরদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
এসইউ/এএন