মাদকসহ গ্রেপ্তার সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত
মাদকসহ র্যাবের হাতে মাদকসহ গ্রেপ্তার কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও উলিপুর উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৬ ডিসেম্বর ২০২১ তারিখে মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে গত ২২ অক্টোবর র্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুরের শাপলা চত্বর এলাকা থেকে ১২ বোতল দেশি মদসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে ২৬ অক্টোবর তিনি শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯ (২) ধারা এবং বাংলাদেশ সার্ভিস রুলস, পার্ট-১ বিধি ৭৩ এর নোট (২) মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
তার এই বরখাস্তের আদেশ ২২ অক্টোবর থেকে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম কে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার জানান, আদেশ অনুযায়ী মশিউর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা এনামুল হককে উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের উলিপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের পেজে এখনও (২৩ ডিসেম্বর) সাময়িক বরখাস্ত হওয়া মশিউর রহমানকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে দেখা যাচ্ছে।
/এএন