অর্থ আত্মসাৎ করতেই ব্যবসায়ী রমিজকে হত্যা: র্যাব
অর্থ আত্মসাৎ করতেই কিশোরগঞ্জ সদরের ব্যবসায়ী রমিজ উদ্দীনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, রমিজ উদ্দীনকে হত্যা করে আত্মগোপনের কৌশল হিসেবে মোয়োজ্জিন জাকির হোসেন তাবলিগ জামাতের চিল্লায় অংশ নেন।
বুধবার (২২ ডিসেম্বর) কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ব্যবসায়ী রমিজ উদ্দীন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং চিল্লায় আত্মগোপনে থাকা হত্যাকারী মোয়াজ্জিন জাকির হোসেনকে লক্ষীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
তিনি জানান, গত ৩ অক্টোবর আনুমানিক সকাল ৬ টায় কিশোরগঞ্জ মডেল থানার কাটবাড়িয়া ডাউকিয়া মসজিদের দক্ষিণ পাশে গুরুতর জখম ও অচেতন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে পাওয়া যায়। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ৯ টায় মারা যান। পরে তার পাঞ্জাবির পকেটে থাকা কাগজপত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
র্যাব জানায়, নিহত রমিজ উদ্দিন ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মালেয়েশিয়ায় অবস্থান করেছেন। ২০০৬ সাল থেকে রমিজ উদ্দিন গরু কেনাবেচার ব্যবসা করেন। বর্তমানে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে খামারের মাধ্যমে লালন-পালন করে বৃহৎ আকারে গবাদি পশুর ব্যবসা করার পরিকল্পনা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে মঈন জানান, জাকির ৫ বছর ধরে নরসিংদীর মনোহরদী উপজেলার একটি গ্রামের মসজিদে মোয়াজ্জিন হিসেবে নিযুক্ত আছে। রমিজ উদ্দিন ওই এলাকার একজন উঠতি ব্যবসায়ী। তার অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তাকে হত্যা করে জাকির। কম দামে গরু পাওয়ার কথা বলে সদর থানার কাটাবাড়িয়া ডাউকিয়া মসজিদ এলাকায় নিয়ে যায় জাকির। রাত দেড় টায় রমিজ উদ্দিনকে পাশে কলা বাগানে নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। রমিজকে মৃত ভেবে সেখানে ফেলে রেখে পালিয়ে যান জাকির।
এনএইচ/এসএন