ভিক্ষুক রাহেলা ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী
ঢাকাপ্রকাশ
আর যেন হাত পেতে ভিক্ষা করতে না হয় সে উদ্দেশ্যে ইউপি নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছেন ভিক্ষুক রাহেলা বেগম। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করছেন।
উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে একমাত্র নারী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিক্ষুক রাহেলা বেগম। তার নির্বাচনী প্রতীক মাইক।
ইউনিয়নটির প্রতি ওয়ার্ডে পাড়া মহল্লায় নির্বাচনী উৎসব শুরু হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে চেয়ারম্যান, মেম্বার প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ভোট ও দোয়া প্রার্থনা করতে। অন্য প্রার্থীদের মতো নির্বাচনী কর্মী না থাকলেও পিছিয়ে নেই রাহেলা বেগম। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এককভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।
ইউনিয়নটিতে দীর্ঘ ১৯ বছর পর ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর এ নির্বাচনে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে ভিক্ষুক রাহেলা বেগম বলেন, ‘জনগণ আমার পক্ষ আছে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি জয়ী হবো।’
/এএন