জাফলংয়ে নারী পর্যটকদের উপর হামলা, আহত ৫

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে নারী পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৫ পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) পর্যটন স্পটের টিকিট ক্রয় করাকে কেন্দ্র করে দুপুর দেড়টায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আবদুল কাদির জানান, টিকেট কেনাকে কেন্দ্র করে এক নারী পর্যটকের সঙ্গে কাউন্টার লোকদের বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠি-শোটা দিয়ে ওই পর্যটককে পেটাতে শুরু করে। তখন পাশে থাকা শিশু নিয়ে একজন নারী ও তরুণী এগিয়ে আসলে তার উপরও অতর্কিত হামলা চালায় স্বেচ্ছাসেবকরা।
তিনি বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বলেন, খবর পেয়ে আমাদের কয়েকজন অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘটনার সুষ্ঠ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এসআইএইচ
