জবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাবরিনা আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল একই দিন রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তারকৃত ট্রাকচালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপন কুল্লিার চৌদ্দগ্রাম এলাকার ১০ নম্বর বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. বেলালের ছেলে।
এর আগে শনিবার দুপুরে সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় সাবরিনা আক্তার মিতুর মৃত্যু হয়।
স্থানীরা জানায়, মিতু দুপুর সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুরা এলাকার মোল্লা বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় বাড়ির সামনে হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই চালক পালিয়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি তাদের হেফাজতে নেয়।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম আবর্তনের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। মিতু সোনাইমুড়ীর ৭ নম্বর বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ির মর্তুজা ভূঁইয়ার কন্যা। তিন বোনের মধ্যে মিতু সবার বড়।
এসএন