২২ মেধাবীকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিল ‘এগিয়ে যাবে কুড়িগ্রাম’
উত্তরের জেলা কুড়িগ্রাম থেকে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ২২ মেধাবীকে ভর্তি ও পড়াশুনার সুযোগ করে দিল স্থানীয় বেসরকারি সংগঠন ‘এগিয়ে যাবে কুড়িগ্রাম।’ সংগঠনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ৫৪ মেধাবীকে শনিবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা দিয়েছে। প্রতিমাসে পড়াশোনার খরচ হিসেবে তাদের বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এ সময় ‘এগিয়ে যাবে কুড়িগ্রাম’ এর আহবায়ক ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. নুরন্নবী খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী ফরিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
এগিয়ে যাবে কুড়িগ্রাম’ বিগত পাঁচ বছর ধরে অসহায় মেধাবী শিক্ষার্থীদের খুঁজে উচ্চ শিক্ষার ব্যবস্থা করে আসছে। সে ধারাবাহিকতায় দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সংগঠনটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধিত ২২ জন মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনার সুযোগ পেয়েছে।
‘এগিয়ে যাবে কুড়িগ্রাম’ আহবায়ক ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. নুরন্নবী খন্দকার বলেন, উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া পর্যন্ত এই শিক্ষার্থীদের পড়াশোনার খরচ দিয়ে দিয়ে আসছে ‘এগিয়ে যাবে কুড়িগ্রাম’। শিক্ষা বৃত্তি হিসেবে এই টাকার সংস্থান করছে হাফস। এখন প্রতিমাসে পড়াশোনার খরচ হিসেবে তাদেরকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে। যতদিন পর্যন্ত এই শিক্ষার্থীরা নিজেরাই প্রতিষ্ঠিত হতে পারবে না ততদিন পর্যন্ত এই সংগঠন শিক্ষার্থীদের পড়াশুনার খরচ চালিয়ে যাবে।
জিএমএ/এএন