ময়মনসিংহে নিরাপত্তা চাইলেন সাবেক প্রাধ্যক্ষ
জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা হলের সদ্য পদত্যাগ করা প্রাধ্যক্ষ সিরাজাম মনিরা।
শুক্রবার (১৭ই ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন জমা দেন তিনি। রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনপত্রে সিরাজাম মনিরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব তাকে লাঞ্চিত করেন এবং জীবননাশের প্রকাশ্য হুমকি দেন। ১৫ ডিসেম্বর তারিখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল দোলনচাঁপার প্রাধ্যক্ষ পদ থেকে তিনি ও চারজন আবাসিক শিক্ষক একসঙ্গে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এরপর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে জাককানইবি পরিবার থেকে সহকর্মীদের সঙ্গে তিনি পুষ্পস্তবক অর্পণ করতে যান। সেখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবের পাশে দাঁড়িয়ে থাকা তার দুজন সঙ্গী অশ্লীল অঙ্গভঙ্গি করে সিরাজাম মনিরার দিকে তাকিয়ে অট্টহাসি হাসেন। এরপর তিনি অনিরাপত্তায় ভোগেন এবং সহকর্মীরা তাকে বাসায় রেখে যান।
আবেদনপত্রে তিনি আরও জানান, এরপর থেকে তিনি লক্ষ্য করছেন, কেয়কজন শিক্ষার্থী তার প্রতি নজর রাখছেন। রাকিব ও তার সঙ্গীদের প্রকাশ্য হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এখন অনেকটা বাসাবন্দি অবস্থায় রয়েছেন। এ বিষয় বিবেচনা করে তার নিরাপত্তা দেওয়া ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।
ইংরেজি ভাষা ও সাহিত্যের সহকারী অধ্যাপক সিরাজাম মনিরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতা ও পারিপার্শ্বিক চাপে হতাশাগ্রস্ত বলে কথা বলতে রাজি হননি।
অন্যদিকে ছাত্রলীগ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ সত্য নয়। এসবের সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই।’
এসএন