মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ২৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কুড়িগ্রামে শীতজনিত রোগে আক্রান্ত অর্ধশতাধিক শিশু

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিভাগ

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে গত দুদিনে শিশু ও ডায়রিয়া ওর্য়াডে বেড়েছে রোগীর সংখ্যা। ডায়রিয়া,বমি, নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে অর্ধশতের বেশি শিশু। অধিক রোগীর কারণে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না বলে রোগীর স্বজনদের অভিযোগ।

শীতের ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের কুড়িগ্রামের মানুষ। সেইসঙ্গে বাড়ছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। তবে বয়স্কদের চেয়ে বেশি ভোগছে শিশুরা। কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অনেকে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ২ বছর বয়সী রাতুল, ৯ মাস বয়সী মায়াবী, ১১ মাস বয়সী আশরাফিয়া জান্নাতসহ আরও অনেক শিশু হাসপাতালের বেডে ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতাল থেকে ঠিকমতো ঔষধ ও ডাক্তার না পাওয়ার অভিযোগ করেন অনেক রোগীর স্বজনরা।

কুড়িগ্রাম সদরের মাঠের পাড় এলাকার বাসিন্দা শিশু মায়াবীর মা শাহনাজ খাতুন বলেন,'আজ ৩ দিন থেকে হাসপাতালে রয়েছি। আমার বাচ্চার বমি ও ডায়রিয়ার চিকিৎসা চলছে। হাসপাতাল থেকে স্যালাইন ছাড়া কিছু দেয়নি বাকি ঔষধ বাইরে থেকে কিনতে হয়েছে।'

আরেক অভিভাবক ঘরিয়ালডাঙ্গা রাজারহাটের বাসিন্দা শিশু আশরাফিয়া জান্নাতের মা স্বপ্না বেগম বলেন, 'গতকাল (বৃহস্পতিবার) দুপুরে আমি আমার বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। নার্সরা বাচ্চাকে দেখছে। আজ এখনও পর্যন্ত কোনো ডাক্তার দেখতে আসেনি।'

হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ৮টা পর্যন্ত ডায়রিয়া ওর্য়াডে নতুন ১ জন ভর্তিসহ মোট ২০ জন শিশু এবং শিশু ওর্য়াডে নতুন ২ জন ভর্তিসহ ৬৪ জন শিশু চিকিৎসা নিচ্ছে। যাদের অধিকাংশ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ।

এসব শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা। হাসপাতালে বেডের অভাবে বারান্দায় থেকেই চিকিৎসা নিচ্ছেন অনেকে।

ডায়রিয়া ওর্য়াডের কর্তব্যরত নার্স বৃষ্টি খাতুন বলেন, 'শুক্রবারে কাজের চাপ কিছুটা হালকা মনে হলেও আমাদের ব্যস্ততা কমেনি। গত কয়েকদিন ধরে যেসব শিশুরা ভর্তি আছে তাদের মধ্যে অনেক শিশু বমি ও ডায়রিয়া নিয়ে ভর্তি আছে। এজন্য সার্বক্ষণিক আমাদের সর্তক থাকতে হচ্ছে'।

শিশু ওর্য়াডের আরেক নার্স মোছা. ইভানা আক্তার বলেন,'গত ৩-৪ দিন ধরে আমরা অনেক রোগীকে চিকিৎসা দিচ্ছি। এর মধ্যে কয়েকজন সুস্থ হয়ে চলে গেছে। নতুন করে আরও রোগী আসছে, এতে আমাদের কাজের চাপ কিছুটা বেড়েছে ।'

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের কর্তব্যরত শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ বলেন, 'শীতের এই সময়টাতে রোটা ভাইরাসের কারণে শিশুরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালে যারা ভর্তি আছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।'

যারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি যাচ্ছেন তাদের শিশুদের যাতে ঠান্ডা না লাগে এবং গরম পানি পান ও গোসলে গরম পানি ব্যবহার করারও পরামর্শ দেন এই শিশু বিশেষজ্ঞ।

টিটি/

Header Ad
Header Ad

দুর্দান্ত ডেথ বোলিংয়ে ঘুরলো ম্যাচের মোড়, রংপুরের সাতে সাত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনাপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্স টানা সপ্তম জয় তুলে নিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে অপরাজিত অবস্থান ধরে রেখেছে তারা।

টসে জিতে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা ছিল নড়বড়ে। তবে খুশদিল শাহের ৩৫ বলে অপরাজিত ৭১ রানের ঝড়ো ইনিংস এবং ইফতিখার আহমেদের ৩৬ বলে ৪৩ রানের সুবাদে ২০ ওভারে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তারা। খুলনার হয়ে আবু হায়দার রনি ও হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈম (৪১ বলে ৫৮) এবং মেহেদী হাসান মিরাজের (২৪ বলে ৩৯) দ্রুতগতির ইনিংসে জয়ের কাছাকাছি পৌঁছে যায় খুলনা টাইগার্স। কিন্তু রংপুরের ডেথ বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনীতে শেষ ওভারে ১২ রান দরকার থাকা সত্ত্বেও মাত্র ৩ রান করতে পারে খুলনা। আকিফ জাভেদের ৩ উইকেট এবং সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিং রংপুরকে জয় এনে দেয়।

এ জয়ের ফলে রংপুর রাইডার্স বিপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে।

Header Ad
Header Ad

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে বললেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আয়োজনের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সাক্ষাতের সময় উপাচার্য কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের জীবনযাত্রার মানোন্নয়ন, এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে, জাকসু নির্বাচনের রোডম্যাপ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং আগামী ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। এছাড়া গত ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

জাকসু নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, "যদি আপনারা চান, তাহলে জাকসু নির্বাচন আয়োজন করুন। নির্বাচনটি আপনাদের নেতৃত্বে সফলভাবে অনুষ্ঠিত হোক।"

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে প্রতিষ্ঠার পর থেকে মাত্র ৯বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। দীর্ঘ ৩৩ বছর প্ল্যাটফর্মটি নিষ্ক্রিয় থাকার পর নতুন করে এটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী-শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনার মামলা এবং আহতদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৩৭ লাখ টাকা প্রদানের বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রবসহ আরও অনেকে।

Header Ad
Header Ad

এইচএমপিভি নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা জারি করেছে। সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরামর্শ অনুযায়ী বিমানবন্দর সংশ্লিষ্ট সবাইকে এই ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রী, স্টাফ এবং দর্শনার্থীদের মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে। কারো মধ্যে জ্বর, কফ, বা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে বলা হয়েছে।

এয়ারলাইন্সগুলোকে তাদের ফ্লাইট পরিচালনার সময় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত, যেসব দেশে এইচএমপিভি সংক্রমণের হার বেশি, সেসব দেশ থেকে যাত্রী পরিবহনের সময় বাড়তি সতর্কতা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া, ফ্লাইটে কোনো আক্রান্ত রোগী থাকলে এয়ারক্রুদের কীভাবে তাকে সেবা দিতে হবে, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে এই ভাইরাসে প্রথম আক্রান্ত হিসেবে একজন নারী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

সংক্রমণ প্রতিরোধে করণীয়:

  • মাস্ক পরিধান করুন।
  • হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখুন।
  • ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ঝুড়িতে ফেলুন এবং হাত ধুয়ে ফেলুন।
  • আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং তিন ফুট দূরত্ব বজায় রাখুন।
  • নিয়মিত সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন।
  • অসুস্থ হলে বাড়িতে থাকুন এবং প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।

 

স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সচেতন থাকার পাশাপাশি নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুর্দান্ত ডেথ বোলিংয়ে ঘুরলো ম্যাচের মোড়, রংপুরের সাতে সাত
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে বললেন প্রধান উপদেষ্টা
এইচএমপিভি নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি
স্বচ্ছ ভোটার তালিকা ১৮ কোটি মানুষের আমানত : নির্বাচন কমিশনার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ
এবার মাদক অধিদপ্তরের ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ
জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বাংলাদেশে কিছুই নেই, ওই দেশে দরিদ্র মানুষ বেশি: বিজেপি নেতা
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জামায়াতের
ভারতে পালানোর সময় ইডেন ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি
সীমান্তে উত্তেজনা: নয়া দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব
পুলিশে বড় রদবদল, ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, তফসিল ১ ফেব্রুয়ারি
বিপিএলে টানা তিন জয়ে উড়ছে চট্টগ্রাম কিংস
প্রথমবার বিদেশি লিগে খেলার সুযোগ পেলেন পেসার নাহিদ রানা
সচিবালয়ের সামনে এসআইদের আমরণ অনশনের ডাক