বিএনপির চার শীর্ষ নেতা সিলেটে আসছেন শনিবার
বিএনপির চার শীর্ষ নেতা শনিবার (১৮ ডিসেম্বর) সিলেট আসছেন। নেতৃবৃন্দ ওইদিন বেলা দুইটায় সিলেট রেজিস্টারি মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেবেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
মিফতাহ সিদ্দিকী জানান, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী এবং সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের নেতৃত্বে সম্মুখযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে মুক্ত হয় সিলেট অঞ্চল। এ উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিতেই চার শীর্ষ নেতা সিলেট আসছেন।
ডিডি/এএন