কুড়িগ্রামে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান স্বাধীনতা যুদ্ধে কুড়িগ্রামের ১৩৭জন পুলিশ সদস্য সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে এখন জীবিত আছেন ৯১জন। জীবিত মুক্তিযোদ্ধা এবং প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সম্মানে কুড়িগ্রাম জেলা পুলিশ সংবর্ধনার আয়োজন করে।
শুক্রবার বিকালে কুড়িগ্রাম পুলিশ লাইন কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীরপ্রতিক, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, মুক্তিযুদ্ধের গবেষক ও উত্তরবঙ্গ জাদুঘরের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ। এ সময় পুলিশ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের মাঝে ফুল ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, ‘জেলার ১৩৭জন বিভিন্ন পদবীর পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এরমধ্যে দুই জন শহীদ হন।
স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময় আরও ৪৪ জন মুক্তিযোদ্ধা মারা যান। অবশিষ্ট ৯১জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনার আয়োজন করা হয় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে। একই সঙ্গে শহীদ ও প্রয়াত ৪৬ জন মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
একে/এএন