কালো তালিকাভুক্ত মানবপাচারকারী আটক
মাদক ও অস্ত্র উদ্ধার
টেকনাফ থেকে মাদক ও অস্ত্রসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক, অন্যজন কালো তালিকাভুক্ত মানবপাচারকারী রয়েছেন বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে টেকনাফ দমদমিয়া এলাকার পার্শ্ববর্তী নাফ নদী থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র, ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা, যার আনুমানিক মূল্য ৫ কোটি ৭৯ লক্ষ ৬০ হাজার টাকা।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) টহলদল নাফ নদীতে একটি নৌকাকে চ্যালেঞ্জ করে। নৌকার আরোহীরা বিজিবির চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে, বিজিবি টহলদল সন্দেহভাজন নৌকাটিকে থামানোর চেষ্টা করে। পরবর্তীসময়ে বিজিবির টহলদল স্পিড বোটের সাহায্যে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে একজন তালিকাভুক্ত বাংলাদেশি মানবপাচারকারী এবং একজন মিয়ানমার নাগরিকসহ নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। এর মধ্যে একজন কক্সবাজারের দ্বীনমোহাম্মদ, অন্যজন মিয়ানমারের নাগরিক বদি আলম।
২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আটক দুজনের মধ্যে কক্সবাজারের দ্বীন মোহাম্মদ একজন কালো তালিকাভুক্ত মানবপাচারকারী। অন্যজন মিয়ানমারের নাগরিক বদি আলম একজন পেশাদার মানবপাচারকারী। তাদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনএইচ/টিটি