স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চুয়াডাঙ্গা সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ, কাস্টমস-ইমিগ্রেশন কর্মকর্তারা মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দর্শনা বন্দর চেকপোস্ট সীমান্তে মিত্র দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে মিষ্টি তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওয়াদুদ, দর্শনা আইসিপি কমান্ডার হাবিলদার মারজানুল। বিএসএফ’র পক্ষে ছিলেন গেঁদে কোম্পানি কমান্ডার এসি নগেন্দ্র পাল, বিওপি কমান্ডার সুনীল সিং।
একইভাবে দর্শনা ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তারা ভারতের গেঁদে ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তাদের হাতে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তা কামরুল ইসলাম, ভারতের গেঁদে কাস্টমস কর্মকর্তা সুব্রত মন্ডল , ইমিগ্রেশন কর্মকর্তা পবন বিশ্বাস, দিলীপ ঘোষ প্রমুখ।
মহান স্বাধীনতা যুদ্ধে বন্ধুদেশ ভারতের অবদানকে স্মরণ করে এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও কর্মকর্তাদের বাংলাদেশের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আরকেএল/এএন