বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash

২ ভারতীয় নাগরিকসহ ৮ পাচারকারী আটক

দুই ভারতীয় নাগরিকসহ আটজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর ৫টায় বিসিজি স্টেশন সাঙ্গু কর্তৃক চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ নৌকাটিকে থামার সংকেত দেয়। নৌকাটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাটিকে ধরতে সক্ষম হয়। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭ হাজার ৪৭৮ পিস শাড়ি, ৮৮০ পিস লেহেঙ্গা জব্দ করা হয় এবং ২ জন ভারতীয় নাগরিকসহ ৮ পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ শাড়ি এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এনএইচ/এমএমএ/

Header Ad
Header Ad

ভারতের মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার ভুয়া আধার কার্ড ও মোবাইল

ছবি: সংগৃহীত

ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ বৈধ নথিপত্র ছাড়া প্রবেশের অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়েস্ট গারো হিলস জেলায় একটি ভ্যানে ভ্রমণ করার সময় তাদের আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, বেশ কয়েকটি সিমকার্ড, ভারতীয় মুদ্রা এবং ভুয়া আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া পুলিশ দুইটি রিকশা ভ্যানও জব্দ করেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ৯ বাংলাদেশির ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেঘালয়ে প্রবেশে সহযোগিতা করার অভিযোগে তিন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, গত সপ্তাহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মুম্বাইয়ের ঘাটকোপার এলাকা থেকে আরও ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। মুম্বাই পুলিশ জানিয়েছে, তারা যে নথিপত্রের ভিত্তিতে সেখানে বসবাস করছিলেন, সেগুলো ভুয়া ছিল।

উল্লেখ্য, বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও ভুয়া নথিপত্র ব্যবহারের অভিযোগে ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রতি ধরপাকড় জোরদার করা হয়েছে।

Header Ad
Header Ad

ধানমন্ডি ৩২ নম্বরে মিলল রহস্যময় আয়নাঘরের খোঁজ!

ধানমন্ডি ৩২ নম্বরের সেই ভবনের বেসমেন্টের দৃশ্য। ছবি: সংগৃহীত

গতকাল রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ভবনটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে গরু জবাই করে জেয়াফতের আয়োজন করেছেন।

তবে এরই মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা একটি অদ্ভুত দাবি তুলেছেন—তাদের মতে, ওই ভবনের বেসমেন্টে একটি আয়নাঘর তৈরি করা হচ্ছিল।

স্থানীয়দের দাবি, বেসমেন্টে কিছু গোপন কার্যক্রম চলছিল, যা অনেকের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। যদিও বেসমেন্টে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তবে সেখানে আরও একটি সিঁড়ি দেখতে পাওয়া গেছে, যা প্রশ্ন তুলছে। বিক্ষুব্ধ ছাত্রজনতা ও স্থানীয়রা মনে করছেন, সিঁড়িটি সম্ভবত আরো গভীরে চলে গেছে, যেখানে কিছু বিশেষ বা রহস্যময় কার্যক্রম চলতে পারে।

এছাড়া, কিছু স্থানীয় বাসিন্দা মজা করে বলছেন, “এটা হয়তো একটি আয়নাঘর হতে পারে, তবে হয়তো এখানে অন্য কিছুই চলছে।” তাদের মতে, এমন সন্দেহজনক কার্যক্রমের তদন্ত হওয়া উচিত এবং তা উন্মোচিত হওয়া প্রয়োজন।

অতীতে গণঅভ্যুত্থান বা রাজনৈতিক আন্দোলনের সময়ও আয়নাঘর সম্পর্কে কথাবার্তা শোনা গেছে। তবে, ধানমন্ডি ৩২ নম্বরের নতুন ভবনের বেসমেন্টে সত্যিই কোনো গোপন আয়নাঘর তৈরি হচ্ছিল কিনা, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এখন পর্যন্ত এই রহস্যময় ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করেছে, তবে পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া না গেলে এর সত্যতা সম্পর্কে কিছু বলা কঠিন।

Header Ad
Header Ad

শিবলী রুবাইয়াতের জামিন শুনানি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা!

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের রিমান্ড শুনানিতে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শিবলী রুবাইয়াতকে আদালতে হাজির করা হলে বেলা ১২টায় তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন, পাশাপাশি তিনি রিমান্ডের পক্ষেও যুক্তি দেন।

অন্যদিকে, শিবলী রুবাইয়াতের পক্ষে জামিনের আবেদন জানিয়ে আইনজীবী বোরহান উদ্দিন বলেন, মামলার এজাহারে উল্লেখিত অভিযোগগুলো ভিত্তিহীন এবং যেসব অর্থের বিষয় রয়েছে, তা অবৈধ নয়। তিনি আরও বলেন, এই মামলায় মানি লন্ডারিংয়ের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব আদেশটি অপেক্ষমাণ রাখেন।

এর আগে গতকাল বিকেলে, দুদকের উপপরিচালক মাসুদুর রহমান শিবলী রুবাইয়াতসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন জানান, যার পর আদালত তাকে কারাগারে পাঠিয়ে আজ (৬ ফেব্রুয়ারি) রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ভুয়া বাড়িভাড়া চুক্তি দেখিয়ে প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা (প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার) ঘুষ গ্রহণ করেন এবং ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জালিয়াতি করেন। পাশাপাশি, ব্যাংক কর্মকর্তাদের সাহায্যে অবৈধভাবে তিন লাখ ৬১ হাজার ইউএস ডলার বাংলাদেশে নিয়ে আসেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতের মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার ভুয়া আধার কার্ড ও মোবাইল
ধানমন্ডি ৩২ নম্বরে মিলল রহস্যময় আয়নাঘরের খোঁজ!
শিবলী রুবাইয়াতের জামিন শুনানি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা!
প্রযুক্তির জোয়ারে ছাপা পত্রিকা ও রেডিওর জনপ্রিয়তা কমছে: বিবিএস জরিপ
‘স্যার’ সম্বোধন না করায় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিলেন এসপি!
কাশ্মীর ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, ভারতের শক্তিকে ভয় পায় না পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির
‘কাউয়া কাউয়া’ স্লোগানে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ধানমন্ডি ৩২ নম্বর থেকে রড, দরজা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী: জামায়াতের আমির
ইয়াশা সাগরকেও টাকা দেয়নি, অন্যদিকে চুক্তি ভঙ্গের অভিযোগ চিটাগাং কিংসের
রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু, উঠতে হবে টিকিট কেটে
ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ
চুয়াডাঙ্গায় শেখ মুজিবের ম্যুরাল ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ধানমন্ডি ৩২-এ নারীসহ দুজনকে মারধর
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার
হাসনাত আবদুল্লাহর বাসভবন গুড়িয়ে দিল ছাত্র-জনতা
তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, আগুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ আবাসিক হলের নতুন নাম দিলেন শিক্ষার্থীরা