দেশে কোনও খাদ্য ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী
২০৪১ সালকে লক্ষ্য করে এগিয়ে চলেছে সরকার। তাই দেশে এখন আর কোনও খাদ্য ঘাটতি নেই বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি করেন তিনি। এতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্ল্যাহ আল মামুন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রত্যেকে সুস্থ থাকতে হলে সর্বদা নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। দেশ আজ খাদ্যে শয়ংসম্পন্ন, সকল সেক্টর উন্নয়নের পাশাপাশি খাদ্য সেক্টরেও বিশেষ উন্নয়ন হয়েছে। তাই দেশে এখন আর কোনও খাদ্য ঘাটতি নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধিনে দেশ যখন উন্নতি করছে ঠিক তখনই একটি কুচক্রি মহল দেশকে ধ্বংসের পায়তারায় লিপ্ত। দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সাপাহার উপজেলার প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনার শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী।
এসআইএইচ/