শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দাগনভূঞায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 

ফেনীর দাগনভূঞায় ট্রাকের ধাক্কায় মো. মামুন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের বেকের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন ছাগলনাইয়ার বাঁশপাড়ার পাটোয়ারী বাড়ির মজল হকের ছেলে ও ছাগলনাইয়া মামুন ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী।

ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, রাত আনুমানিক ৯টার দিকে ফেনী থেকে ছেড়ে আসা একটি ট্রাক বেকেরবাজারে পৌঁছালে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মামুন নিহত হন। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় আরও দুজন মোটরসাইকেল আরোহী ট্রাকটিকে ধাওয়া করে এবং তারা পুলিশকে খবর দেয়। দাগনভূঞা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পুলিশ চালককে আটক করে এবং ট্রাকটি জব্দ করে। বর্তমানে মরদেহটি ও জব্দ করা ট্রাক থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএন

Header Ad
Header Ad

ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা মিজানুর রহমান আজহারীর

রংপুর লালমনিরহাটে মিজানুর রহমান আজহারী। ছবিঃ সংগৃহীত

আমাদের ধর্ম নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, ইসলাম বড় মন মানসিকতার। যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায়, যারা আমাদের ধর্ম নিয়া ঠাট্টা বিদ্রুপ করে তারা আমাদের শত্রু। অমুসলিমরা মানবিক দিক থেকে আমাদের ভাই।

শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে রংপুর লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে ইসলামিক সোসাইটি লালমনিরহাট এর আয়োজিত মাহফিলে এ মন্তব্য করেন আলোচিত এক বক্তা।

তিনি বলেন, ইসলামে অমুসলিমদের জান মালের নিরাপত্তার বিধান আছে। যার যার ধর্ম সে সে পালন করে এই বিধান ইসলামে আছে। তিনি হাদিস-কোরআনের ব্যাখ্যা দিয়ে বলেন, যে সকল মুসলমান অমুসলিমদের সম্পদ দখল করবে তারা জাহান্নামে যাবে। তাই অমুসলিমদের জান মালের নিরাপত্তা দিতে হবে মুসলিম ভাইদের। ইসলাম প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করতে বলেছেন।

তিনি পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের বাণীর পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে বলেন, নতুন বাংলাদেশ এক রোল মডেলের নজির দেখিয়েছেন। মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। মন্দিরে মাদরাসার ছাত্ররা পাহাড়া দিয়েছেন। তিনি শান্তি প্রতিষ্ঠায় সকল মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

শান্তিপূর্ণভাবে আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল সম্পন্ন হয়েছে। এদিকে মাহফিল উপলক্ষে গতকাল থেকে সোহরাওয়ার্দী মাঠ সহ ৪টি মাঠের আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভীর জমায়। সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জোহরের নামাজের পর শুরু হয় বয়ান। মহাগ্রন্থ আল-কুরআন থেকে তাফসির করেন ড. মিজানুর রহমান আজহারী।

ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। জেলা জামাআতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাবলুর সঞ্চালনা মাহফিলে জেলা জামায়াতের আমীর এ্যাড. আবু তাহের, জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা যুগ্ম সম্পাদক মমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনো যুদ্ধ শেষ হয়নি: জামায়াতের আমির

জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঘুষ বাণিজ্য ও দুর্নীতিবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, রাজশাহীতে গত ৫ আগস্টের পর কোনো চাঁদাবাজ আছে? দুর্নীতিবাজ আছে? ঘুষ বাণিজ্য আছে? যদি থেকে থাকে তবে আপনাদের কাছে অনুরোধ এসব ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে এসব ছেড়ে দেন।

জামায়াতের আমির আরও বলেন, এই সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মত গুলি করেছিলো, অনেক মরদেহ গুম করেছিল। মরদেহ পড়িয়ে ছাই করে ফেলা হয়েছে। এখনও বহু জায়গায় গেলে শহিদদের স্বজনরা আমাদের কাছে তাদের সন্ধান চায়।

ডা. শফিকুর রহমান বলেন, ১৫ বছর পর জাতি জুলুমের হাত থেকে রক্ষা পেয়েছে। যারা অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদের সরকার জুলুম-অত্যাচার করেছে। গত ১৫ বছর সরকার তাণ্ডব চালিয়েছেন। ১১ জন দায়িত্বশীল নেতাকে তারা কেড়ে নিয়েছে। কাউকে দেশেও থাকতে দেয়নি। দফায় দফায় জেলে নিয়েছেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আমির ড. কেরামত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন।

Header Ad
Header Ad

জয় দিয়ে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু

জয় দিয়ে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমদিন বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল জিতেছেও দাপট দেখিয়ে। নেপালকে ৫২ রানে অলআউট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে।

মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিতে ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বোলাররা উইকেট তুলে নিতে শুরু করলে নেপাল ৩০ রানেই হারায় ৫ উইকেট। এর মধ্যেই একটি ছিল নেপাল অধিনায়ক পূজা মাহোতার। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১৮.২ ওভারে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে।

তবে নেপালের মেয়েদের অলআউট করার ক্ষেত্রে বেশি অবদান ফিল্ডারদের। ৫জন ব্যাটার রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। বাকি ৫ উইকেটের ২টি নেন জান্নাতুল মাওয়া, ১টি করে নেন নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া এবং আনিসা আক্তার সোবা।

নেপালকে ১৮.২ ওভারে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে

নেপালের মেয়েদের মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন সানা প্রাভিন এবং ১০ রান করেন সিমানা কেসি। বাকিদের মধ্যে আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেনি।

জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২। ৪ রান করে সুমাইয়া আক্তার, ১ রানে ফাহমিদা ছোঁয়া এবং ২ রানে রানআউট হন জুয়াইরিয়া ফেরদৌস। ৯ রানে সাদিয়া ইসলাম এবং ৬ রানে ব্যাট করছেন অধিনায়ক সুমাইয়া।

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ক্রিকেট খেলছে মেয়েরা। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে। সেই হিসাবে প্রথমবার বিশ্বকাপ খেলা নেপালের বিপক্ষে হয়তো সহজ জয়েরই প্রত্যাশা ছিল বাংলাদেশের। এশিয়া কাপের সেমিফাইনালেও নেপালকে হারিয়েছিল বাংলাদেশ।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা মিজানুর রহমান আজহারীর
দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনো যুদ্ধ শেষ হয়নি: জামায়াতের আমির
জয় দিয়ে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু
অগ্নিদগ্ধ জাতীয় কবি নজরুলের নাতির অবস্থা আশঙ্কাজনক
টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানবববন্ধন
অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয়
আওয়ামী লীগ লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে: মির্জা ফখরুল
বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার
প্রথমবারের মতো নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা
জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিদায়ী সংবাদ সম্মেলনে তোপের মুখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, বের করে দিলেন সাংবাদিককে!
হাসপাতালের গেটে চিকিৎসা না পেয়ে রিকশাচালকের মৃত্যু, গ্রেফতার ৫
রাজধানীতে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রথম ধাপে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই: বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
দুপুরে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি
সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের কারণ জানালো ভারত
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা