আমাদের ধর্ম নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, ইসলাম বড় মন মানসিকতার। যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায়, যারা আমাদের ধর্ম নিয়া ঠাট্টা বিদ্রুপ করে তারা আমাদের শত্রু। অমুসলিমরা মানবিক দিক থেকে আমাদের ভাই।
শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে রংপুর লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে ইসলামিক সোসাইটি লালমনিরহাট এর আয়োজিত মাহফিলে এ মন্তব্য করেন আলোচিত এক বক্তা।
তিনি বলেন, ইসলামে অমুসলিমদের জান মালের নিরাপত্তার বিধান আছে। যার যার ধর্ম সে সে পালন করে এই বিধান ইসলামে আছে। তিনি হাদিস-কোরআনের ব্যাখ্যা দিয়ে বলেন, যে সকল মুসলমান অমুসলিমদের সম্পদ দখল করবে তারা জাহান্নামে যাবে। তাই অমুসলিমদের জান মালের নিরাপত্তা দিতে হবে মুসলিম ভাইদের। ইসলাম প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করতে বলেছেন।
তিনি পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের বাণীর পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে বলেন, নতুন বাংলাদেশ এক রোল মডেলের নজির দেখিয়েছেন। মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। মন্দিরে মাদরাসার ছাত্ররা পাহাড়া দিয়েছেন। তিনি শান্তি প্রতিষ্ঠায় সকল মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
শান্তিপূর্ণভাবে আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল সম্পন্ন হয়েছে। এদিকে মাহফিল উপলক্ষে গতকাল থেকে সোহরাওয়ার্দী মাঠ সহ ৪টি মাঠের আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভীর জমায়। সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জোহরের নামাজের পর শুরু হয় বয়ান। মহাগ্রন্থ আল-কুরআন থেকে তাফসির করেন ড. মিজানুর রহমান আজহারী।
ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। জেলা জামাআতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাবলুর সঞ্চালনা মাহফিলে জেলা জামায়াতের আমীর এ্যাড. আবু তাহের, জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা যুগ্ম সম্পাদক মমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।