স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর হত্যাকারি: খাদ্যমন্ত্রী
স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর হত্যাকারী বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতার ২২ বছর পর প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা হয়েছিল। এ কারণে দেশে সন্ত্রাস বেড়েছে ও বাংলা ভাইয়ের জন্ম হয়েছে। যারা স্বাধীনতা চায় না তারা বঙ্গবন্ধুকে সপরিবারকে হত্যা করেছে।
শনিবার (২৬ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সাংসদ জেলা ইউনিট চত্বরে বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত দেশে অভাব ছিল। আমি মনে করি বিচারের পর দেশে আল্লাহর নিয়ামত বর্ষণ করেছে। দেশে অভাব নাই। বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। দেশ উন্নত হয়েছে। আমরা কোমর সোজা করে দাঁড়িয়ে আছি।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের শপথ করাতে হবে। আমরা দেশকে ভালোবাসবো। স্বদেশ প্রেম জাগ্রত করে সুখি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলব।
বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের। স্বপ্নের সেই বিশ্ববিদ্যালয় নওগাঁয় হতে চলেছে। নওগাঁ জেলার মধ্যে যেকোনও স্থানে হলেই চলবে। ইতিমধ্যে ৩৭টা ধাপের মধ্যে ৩৫টা ধাপ পার হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হারুন অল রশিদ, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম সামদানী ও মুক্তিযোদ্ধা একেএম সিরাজুল ইসলাম আনসারি, স্থানীয় সরকারের বিভাগের উপ পরিচালক উত্তম কুমার রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মামুন খান চিশতি।
এসআইএইচ