বিদেশে অর্থ পাচারের ফলে দেশে মুদ্রাস্ফীতি: রাজশাহীতে দুলু
বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু আজ ৫০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। দেশের টাকা চুরি করে দেশের অর্থ খাতকে ধ্বংস করে দিচ্ছে এই সরকার। কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। কানাডায় সেকেন্ড হোম বানাচ্ছে। এর ফলে আজ দেশে মুদ্রাস্ফীতি ঘটেছে। এ কারণে আজ চালের দাম, তেলের দামসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। সাধারণ মানুষ বিপাকে পড়েছে।
শুক্রবার (২৫ মার্চ) বিকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামের ইতিহাসে ফেরাউন যেমন পুরো পৃথিবীকে ধ্বংস করেছিলো, সেই ফেরাউনের বংশধর বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করে প্রতিদিন ঘুম থেকে উঠে মিথ্যা দিয়ে কথা শুরু করে। একটা দেশের প্রধান সে বলেন যে, বাংলাদেশের জনগণ তিনবার তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন। এটা হাস্যকর।
তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশনকে বিএনপি সমর্থন করে না। এই কমিশনের প্রধান কমিশনার বলেছে, অতীতে দিনের ভোট রাতে হয়েছে। আগামী দিনে এই সম্ভাবনা নেই। তারা স্বীকার করে নিয়েছে, ২০০৮ সালে চুরি করে, ২০১৪ সালে ভোট ছাড়াই এবং ২০১৮ সালে রাতের ভোটে এই অবৈধ সরকার ক্ষমতায় এসেছে। আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।
এ সময় রাজশাহীর নারীদের ঘর থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে নারীদের ঘরের ভেতর রান্না ছাড়া কোনো কাজ ছিল না। সে সময় নারীদের স্বামীরা নির্যাতন করতো। শহীদ জিয়াউর রহমান প্রথম নারীদের ঘর থেকে বাইরে বের করে নিয়ে এসেছেন। ছেলেদের পাশাপাশি মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আমরা চাই, আপনারা ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনুন।
এর আগে কর্মী সভার উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।
এ সময় তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি আর অন্যায়ের কারণে মসনদে পঁচন ধরতে শুরু করেছে। ভোট চোর সরকার কাপুরুষের মতো আচরণ করছে। জনবিচ্ছিন্ন হয়ে পুলিশ-প্রশাসন দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে। যদি কাপুরুষ না হন তাহলে পুলিশ-প্রশাসন ছাড়া রাজপথে নামুন। প্রশাসন ও কুকুর-বিড়াল দিয়ে ভোট চুরি করে আর ক্ষমতায় আসা যাবে না। এ সময় তিনি মহিলা দলের নেতৃদের এক হয়ে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
কর্মী সভায় আরও বক্তব্য দেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি জাহান পান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মোসা. রোকসানা বেগম টুকটুকি ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. শামসাদ বেগম মিতালী।
এমএসপি