নাটোরে পৃথক ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু
নাটোরের লালপুর ও গুরুদাসপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন নারী ও অপরজন পুরুষ। তাদের মধ্যে ওই পুরুষ সড়ক দুর্ঘটনায় মারা যান এবং নারীটি আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে এবং শুক্রবার (২৫ মার্চ) সকালে পৃথক ঘটনা দুটি ঘটে।
নিহত সালমা বেগম (৪০) লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কেশববাড়ীয়া গ্রামের তাজউদ্দিন আহমেদের স্ত্রী এবং বড়বড়ীয়া গ্রামের আব্দুস সামাদ মোল্লার মেয়ে।
অপরদিকে, নিহত শাকিল গুরুদাসপুর উপজেলার গাড়িষা পাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।
আড়বাব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মকলেছুর রহমান এবং লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন থেকেই ওই নারী অসুস্থ ছিলেন। মাঝে মাঝেই তিনি আত্মহত্যা করতে চাইতেন। গত রাত ১২টার দিকে তিনি বাবার বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠায়।
অপরদিকে, গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে একটি মাটিবাহী ট্রাক্টর চাঁচকৈড় খোয়ারপাড়া দশরতের ইট ভাটায় মাটি বহন করে নিয়ে যাওয়ার পথে পথচারী শাকিলকে চাপা দেয়। ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালককে আটক করতে পারেনি।
এমএসপি