লঞ্চ থেকে নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার
বরিশালগামী লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে র্যাব। এ ঘটনায় ওই নারীর স্বামী মো. মাসুদকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ ডিসেম্বর) র্যাব সদরদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন ঢাকাপ্রকাশকে বলেন, ‘এই হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে চলে যান মো. মাসুদ। দীর্ঘ অনুসন্ধানের পর প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।’
প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর ঢাকা থেকে বরিশালগামী এমভি সম্রাট-৭ নামের একটি লঞ্চের তালাবদ্ধ কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।
তখন পুলিশ জানিয়েছিল, লঞ্চটি ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ওই নারীকে নিয়ে এক পুরুষ যাত্রী লঞ্চের মাস্টার কেবিন ভাড়া করে সেটিতে ওঠেন। ভোর পাঁচটার দিকে লঞ্চটি পটুয়াখালী লঞ্চঘাটে এসে পৌঁছায়। ঘাটে পৌঁছানোর পর সকাল সাড়ে ছয়টার দিকে ওই কেবিন তালাবদ্ধ অবস্থায় দেখে লঞ্চের কর্মচারীদের সন্দেহ হয়। এরপর তারা অনেক্ষণ ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।
পরে কেবিনের কাচের জানালা দিয়ে ওই নারীকে শুয়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তালা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করে।
এনএইচ/এসএ/