টেকনাফে অপহৃত আরেক শিক্ষার্থী উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার পেঁচারদ্বীপ থেকে অপহরণ হওয়া আরেক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) ভোরে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় র্যাব ও এপিবিএন সদস্যরা পৃথক অভিযান চালিয়ে অপহৃত চার শিক্ষার্থীর মধ্যে আরও তিন কিশোরকে উদ্ধার করে। উদ্ধার শিক্ষার্থীরা সবাই উখিয়া উপজেলার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। (তাদের বয়স জানা যায়নি।)
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ান দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাবের ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল খাইরুল জানান, ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিমের পাহাড়ি এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
অপহরণে জড়িত থাকার অভিযোগ ওঠে জাহাঙ্গীর ও টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে। তারা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকায় বাতিঘর নামের এক আবাসিক কটেজের কর্মচারী। সেই সুবাদে তাদের সঙ্গে পেঁচারদ্বীপের চার কিশোরের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে বলে স্বজনরা পুলিশকে জানান।
স্বজনদের অভিযোগ, গত ৭ ডিসেম্বর সকালে টেকনাফের সেন্টমার্টিন ভ্রমণের কথা বলে চার কিশোরকে নিয়ে যান জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইব্রাহিম। তারা তাদের আটকে রেখে মোবাইল ফোনে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করেন।
এনএইচ/এএন