স্বরূপকাঠিতে ইজি বাইকের চাপায় ৪র্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

স্বরূপকাঠিতে ইজি বাইকের চাকায় পিষ্ট হয়ে মাইসা (৯) নামে চতুর্থ শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১০ ডিসেম্বর) সকালে স্বরূপকাঠি আটঘর সড়কের আকলম প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মাইসা আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং আকলম গ্রামের মিজান ফকিরের কন্যা। এঘটনায় ইজিবাইকের চালক ইয়াসিন পলাতক রয়েছেন। দুর্ঘটনার পরে এলাকাবাসীসহ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে চালকের বিচার দাবী করেন। পরে স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির ও স্থানীয় প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান মাইসা প্রতিদিনের মতো সকাল ৯টায় বিদ্যালয়ে যাওয়ার পথে দ্রুত গতিতে আসা ইজিবাইক (স্থানীয় ভাষায় তিন চাকার বউ গাড়ী) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএএ/এএস
