ময়মনসিংহ-৩ এ বিজয়ী হলেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম
ময়মনসিংহ-৩ এ বিজয়ী হলেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম। ছবি: ঢাকাপ্রকাশ
ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সেখানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম।
আজ শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে স্থগিত হওয়া ওই কেন্দ্রের ভোটের ফলাফল গণনা শেষে নিলুফার আনজুমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলে। কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে ভোটকেন্দ্রে যান ভোটাররা। তবে উপস্থিতি ছিল তুলনামূলক কম।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারির নির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। এতে ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন। এই কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৩১ জন।