ডা. মুরাদের নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০
ডা. মুরাদের নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা-ভাঙচুর। ছবি: সংগৃহীত
জামালপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের নির্বাচনী কেন্দ্র ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে অন্তত ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌর তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের অভিযোগ, সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সরিষাবাড়ী শিমলাপল্লী তাড়িয়াপাড়ায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করেছে নৌকার সমর্থকরা। হামলাকারীরা ঈগলের ১০ জন কর্মীকে মারধর করেছে। এর মধ্যে ৭ জনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান জানান, এ ঘটনা জানার পর তিনি সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।