সাংবাদিক নাদিম হত্যা: ৫ দিনের রিমান্ডে চেয়ারম্যান বাবু
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৮ জুন) শুনানি শেষে জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় রেজাউল করিম ও মনিরুজ্জামানকে ৪ দিন এবং জাকিরুল ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিন দুপুরে ইউপি চেয়ারম্যানসহ ৪ আসামিকে জামালপুর আদালতে আনা হয়। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ৫ দিন, দুইজনকে ৪ দিন এবং একজনকে এক দিন করে রিমান্ড দিয়েছেন।
উল্লেখ্য, সাংবাদিক গোলাম রব্বানি নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ছিলেন। বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নানা অপকর্ম নিয়ে একাধিক রিপোর্ট করেছিলেন তিনি।
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিম ইউপি চেয়ারম্যান বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শনিবার (১৭ জুন) ভোরে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ইউপি চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তার করে র্যাব। এ মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।