ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
জামালপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার রানাগাছা উত্তরপাড়া এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার ইটাইল ইউনিয়নের রানাগাছা গ্রামের সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), জয়নাল আবেদীন (৪২) ও অটোরিকশাচালক সাহেদ আলী (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের রানাগাছা উত্তরপাড়া এলাকায় নুরুন্দি থেকে জামালপুরগামী অটোরিকশার সঙ্গে ময়মনসিংহগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও ৩ জনের মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।