পরীক্ষার কক্ষে বিশৃঙ্খলা, ছাত্রলীগের ৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপজেলা ছাত্রলীগের ৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল বাশার বলেন, পরীক্ষা কক্ষের কেন্দ্রসচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস গত সোমবার বিশৃঙ্খলা ঘটানোর বিষয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
মামলায় অভিযুক্তদের মধ্যে খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের ৪ জন যুগ্ম-আহ্বায়ক, এক নারী সদস্য ও আরেকজন কর্মী আছেন। অভিযুক্তরা হলেন- যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল আজিম (২৩), খাইরুল ইসলাম (২২), প্রান্তর তালুকদার (১৯) ও আসাদুল ইসলাম (২০) এবং নারী সদস্য মুন্নী খাতুন (১৯) ও আরেকজন ছাত্রলীগ কর্মী আবীর মিয়া (১৯)।
অভিযোগকারী রবীন্দ্র বিশ্বাস জানান, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনে সকাল পৌনে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষার হল রুমে (কক্ষে) প্রবেশ করে। তারা পরীক্ষার্থীদের মাঝে কলম ও বোতলজাত পানি বিতরণ এবং রাজনৈতিক বক্তব্য দেন। পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যতীত হল রুমে বহিরাগতদের প্রবেশের নিয়ম না থাকা সত্ত্বেও প্রশ্ন দেওয়ার আগ মুহূর্তে তারা পরীক্ষা হলে অবস্থান করেন।
তিনি আরও জানান, ছবি ও ভিডিও ধারণ করার সময় পরীক্ষা কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা। পরে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করেছে। বিষয়টি ইউএনও'র নজরে আসলে তিনি অবগত করেন।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পরীক্ষা হলের কেন্দ্রসচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসজি