ময়মনসিংহে র্যাব-১৪ এর সাপোর্ট সেন্টার উদ্বোধন
ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও সেবায় ময়মনসিংহ শহরের ঢাকা-ময়মনসিংহ বাইপাস মোড়ে শিকারিকান্দায় র্যাব-১৪ এর সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান র্যাব সাপোর্ট সেন্টারের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাই প্রতিরোধে ২৪ ঘন্টা কাজ করবে র্যাব সদস্যরা। এছাড়াও অসুস্থ হয়ে পরা যাত্রীদের জন্য মেডিকেল টিম, এ্যাম্বুলেন্স, রোজাদারসহ তৃষ্ণার্তদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও হয়রানি প্রতিরোধে অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘড়মুখো যাত্রীরা যাতে কোন সমস্যায় না পড়তে হয় সেজন্য কোন যান বিকল বা ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক র্যাবের কারিগরি টিম দ্বারা তা মেরামত করা হবে। এতে করে মহাসড়কে যানজট হ্রাস পাবে এবং মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। এসময় র্যাব-১৪ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএজেড