শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থার বিকাশ সাধণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে দিনব্যাপী শহরের আলীশান রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।
সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা মরিয়ম সুলতানার সঞ্চালনায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রশিক্ষক, সাদিকুর রহমান, রাসেল তালুকদার, পারভেজ আক্তার, তাহমিদা আক্তার, তামান্না আক্তার প্রমুখ।
এএজেড
