৫০ কার্ডের মালামাল নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের এক ইউপি মেম্বারের বিরুদ্ধে টিসিবির ৫০ টি কার্ডের মালামাল একাই নিয়ে গেছে এমন অভিযোগ উঠে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে।
টিসিবির পণ্য বিতরণ করা হবে খবর পেয়ে ভোর থেকেই কার্ড হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ভোক্তারা। বিকেলে ট্রাকে করে মালামাল আসে। তবে তাদের মধ্যে কেউ কেউ নিতে পারলেও ৬০ জন কার্ডধারী মালামাল না পেয়ে খালি হাতে ফিরে যান।
পরে তাদের অনেকে অভিযোগ করেন, স্থানীয় ইউপি সদস্য ১৯৯টি কার্ডের মধ্যে ৫০টি কার্ডের মালামাল একাই উত্তোলন করে নিয়ে গেছেন। এ সময় বঞ্চিত ভোক্তারা ডিলার ও টিসিবির পণ্যবাহী ট্রাক আটকে বিক্ষোভ করেন।
এ সময় কার্ডধারীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন, সরকার প্রত্যেক কার্ডের বিপরীতে পণ্য বরাদ্দ দিয়েছে। তাহলে আমাদের পণ্য কে নিয়ে যাচ্ছে আমরা কিছুই জানিনা। ডিলার যখন পণ্য বিক্রয় করেন, সেখানে কাউকে নিয়ন্ত্রণ করতে দেখা যায় না। যে যার মতো করে পণ্য নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কার্ডধারী বলেন, আমি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি অথচ এখনও মাল তুলতে পারলাম না। সামনে মেম্বারে বস্তা ভইরা মালামাল নিয়া গেছে কারো কিছু কওনের সাহস নাই।
ইউপি চত্বরে টিসিবি পণ্যবাহী ট্রাকটি থাকলেও সেখানে ডিলারের কোনো প্রতিনিধি ছিলেন না। ডিলারের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা যায়, প্রতিবারই পণ্য বিতরণের সময় কিছু লোক একাধিক কার্ড এনে প্রায় জোর করে পণ্য নিয়ে যান। কার্ডগুলো আসল না নকল তা শনাক্ত করার কেউ নেই। তাই অনেকের হাতে কার্ড থাকলেও পণ্য উত্তোলন করতে পারেন না।
এ বিষয়ে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ৫০ জনের পণ্য সংগ্রহ করার বিষয়টি সত্য। তিনি বলেন, ইউপি চত্বরে একসাথে মালামাল বিতরণে বেশি ভীড় হয়, সেজন্য আমি আমার এলাকার কার্ডধারীদের সুবিধার জন্য চেয়ারম্যানের কাছে বলি আমার এলাকার ৫০টি কার্ডের মাল দিয়ে দেন আমি সেখানে বিতরণ করবো।
এ ব্যাপারে মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোছা. তাসলিমা আক্তার বলেন, জাহাঙ্গীর মেম্বার আমাকে বলেন তার ওয়ার্ডের ৫০ টি কার্ডের মাল দিয়ে দিতে তিনি সেখানে ভোক্তভেগীদের মাঝে বিতরণ করে দিবেন। তিনি এই কাজ মানবিক চিন্তাভাবনা থেকে করেছেন। তিনি আরও বলেন, জাহাঙ্গীর মেম্বার বাটপার টাইপের নাহ, তিনি একজন ভালো মানুষ।
এএজেড
