বকশীগঞ্জ যুব মহিলা লীগ সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগমকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশের ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন তারা।
জানা যায়, গত ১৭ জানুয়ারি বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ উপস্থিত ছিলেন। ওই বর্ধিত সভায় নেতাদের উপস্থিতিতে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম বিশৃঙ্খলা সৃষ্টি করে সভাস্থল ত্যাগ করেন। এ কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সেজন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবের জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম বলেন, নোটিশ পাওয়ার পরেই জবাব দিয়েছি। আশা করি সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নোটিশের জবাব গ্রহণযোগ্য হবে।
এ প্রসঙ্গে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসজি