শেরপুরে অবৈধ ইট ভাটায় অভিযান, জরিমানা
শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬টি ইট ভাটায় ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আরএইচ ব্রিকস-১ কে তিন লাখ, আরএইচ ব্রিকস-২ কে পাঁচ লাখ, একেবি ব্রিকস'কে তিন লাখ, জিহান ব্রিকস'কে তিন লাখ, সাউদা ব্রিকস'কে পাঁচ লাখ, সততা ব্রিকস-১'কে তিন লাখ, সততা ব্রিকস -২ কে দুই লাখ, মদিনা ব্রিকসকে দুই লাখ, লিটন ব্রিকস'কে দুই লাখ, আরএসবি ব্রিকস'কে এক লাখ এবং মুন ব্রিকস, এএইচ-২৩ ব্রিকস, আশিকা ব্রিকস, এইচ এ বি ব্রিকস, ইউএনবি ব্রিকস ও এ এম বি'কে দুই লাখ করে মোট ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ জানান, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। ওই সব ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।
অভিযানকালে জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর জেলায় চালু থাকা ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করে জেলা পরিবেশ অধিদপ্তর।
এএজেড