ময়মনসিংহে সাফ জয়ী ৮ ফুটবল কন্যাকে বরণ
সাফ চ্যাম্পিয়ান বাংলাদেশ দলের ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের আট ফুলটবল কন্যাকে দুই দিনব্যাপী সংবর্ধনার আয়োজন করেছে ময়মনসিংহের জেলা ও পুলিশ প্রশাসন। আজ দুপুরে ফুটবল কন্যারা সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহ এসে পৌছলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় তাদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয়।
পরে ছাদখোলা গাড়িতে শোভাযাত্রাসহ ময়মনসিংহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজে আসেন ফুটবল কন্যারা। এসময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নগরবাসি তাদেরকে অভিবাদন জানায়।
বিকেলে সার্কিট হাউজ থেকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিল্পাচার্য জয়নুল আবদীন পার্কের বৈশাখী মঞ্চে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়শনের উদ্যোগে ফুটবলকন্যা সানজিদা, মারিয়া, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার, তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়রকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ এমপি, রেঞ্জ ডিআইজি দেবাদাস ভট্টাচার্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফুটবল কন্যাদের প্রত্যেককে ক্রেস্ট, গৃহায়ন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দুই লাখ, জেলা ক্রীড়া সংস্থা এক লাখ, প্রান্ত স্প্যাশালাইজড হাসপাতালের পক্ষ থেকে এক লাখ টাকা প্রদান করা হয়।
এএজেড