নেত্রকোনার নির্বাচনে সদস্য পদে ৬০ মনোনয়নপত্র
আগামী ১৭ অক্টোবরের জেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একজন, জাতীয় পার্টির একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে সদস্য পদে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নেত্রকোনায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা অ্যাডভোকেট অসীত সরকার সজল।
দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যকরি কমিটির সদস্য. জেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক , জেলা পরিষদের সাবেক সদস্য আসমা আশরাফ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বীরমুক্তিযোদ্ধা আবু ফরিদ খানের ছেলে সাবেক ছাত্রলীগ ও সাবেক যুবলীগ নেতা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর নেত্রকোনা ব্যবস্থাপক আবু সাঈদ খান জ্যোতি।
এ ছাড়া জেলার ১০ উপজেলায় ১০জন সদস্যের বিপরীতে ৪৬জন ও তিনজন নারী সদস্যের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। নেত্রকোনা জেলা নির্বাচন অফিসার মো. আবদুল লতিফ শেখ বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন,মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
এএজেড