ট্রলারে জুয়ার আসর, বাড়ছে চুরির ঘটনা
নেত্রকোনার আটপাড়ার মগড়া নদীতে ট্রলারে অবাধে চলছে জুয়ার আসর। উপজেলার দুওজ ইউনিয়নের গুচ্ছগ্রামের মগড়া নদীতে ট্রলারে প্রতিদিন ৪০-৫০ জন জুয়াড়ি নিয়ে চলে এ আসর। প্রশাসনের চোখের আড়ালে দূর-দূরান্ত থেকে জুয়ার আসরে আসেন জুয়াড়িরা।
ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করে জুয়াড়িরা। জুয়ার আসর চলা ট্রলারটির কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য বলে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, অনেক পরিবার ওই জুয়ার আসরে জুয়া খেলে হারাচ্ছে টাকা। তারা বাড়িঘর বিক্রি করে হচ্ছে ভিটে হারা। এভাবে নিঃস্ব, সর্বস্বান্ত হচ্ছে শত শত মানুষ ।
এলাকাবাসী জানান, এই জুয়ার আসরে প্রতিদিন অর্ধ কোটি টাকার লেনদেন চলে। যারা জুয়ার আসর পরিচালিত করছে তারা এলাকার প্রভাবশালী। ফলে ভয়ে কেউ তাদের কিছু বলতে পারেন না। যারা আগে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন তাদের অনেকেই মারধরের শিকার হয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, এই জুয়ার আসরের কারণে এলাকার যুব সমাজ নষ্ট হয়েছে। এলাকায় বেড়েছে গরু চুরিসহ বিভিন্ন চুরির ঘটনা। সব হচ্ছে প্রশাসনের আড়ালে।
এ বিষয়ে জানতে চাইলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, দুওজ ইউনিয়নের মগড়া নদীতে ট্রলারে জুয়া খেলার আসরটি ধরার জন্য থানা পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসজি/