চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৬

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার দুই আসামি। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর থানাধীন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের ছাগলাপাড়া মরহুম কাছেদ মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগের সক্রিয় কর্মী জিল্লুর রহমান (৫৫), একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে আওয়ামী যুব লীগের সক্রিয় কর্মী সোহাগ হোসেন (৩২),আলমডাঙ্গা থানাধীন একই উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আফজালুল হকের ছেলে ও চিৎলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহাবুবুল হক (৪২), একই থানাধীন ভোগাইল বগাদি গ্রামের মরহুম মঙ্গল মন্ডলের ছেলে ও গাংনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোজাম মন্ডল (৪৫), দামুড়হুদা মডেল থানাধীন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা দক্ষিণ পাড়ার মরহুম আব্দুল করিমের ছেলে ও একই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছানোয়ার হোসেন মন্টু (৪৭) এবং দর্শনা থানাধীন পৌর এলাকার জয়নগর স্কুল পাড়ার মরহুম বায়তুল্লাহ গাইনের ছেলে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম (৫৫)।
অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরক উপাদানবলী ৩/৬ ধারাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা সকলেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আসামিদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে এ নিয়ে গত ৪দিনে ২৫ জনকে গ্রেপ্তার করা হলো।
