শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা: হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা। ছবি: ঢাকাপ্রকাশ
শৈত্যপ্রবাহের তীব্রতার কবলে আবারও পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
ঠান্ডা এবং হাড় কাঁপানো শীতে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষত খেটে খাওয়া মানুষের জন্য এই শীত অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকেই মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এই অঞ্চলে, তবে সূর্য উঠলে কিছুটা রোদ পড়ছে, যা শীতের তীব্রতা কমানোর চেষ্টা করছে।
এদিকে, উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। হিমেল হাওয়া এবং শীতল পরিবেশের কারণে জনজীবন বেশ বিপর্যস্ত। গরম কাপড় পড়ে, কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে জীবিকার তাগিদে কাজ করতে বাধ্য হচ্ছে খেটে খাওয়া মানুষরা।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, চলতি জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রা এমনই থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেবে। কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি অবস্থান হওয়ায় শীত মৌসুমে প্রায়ই দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হয়।