বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভারতের দখল থেকে কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করল বিজিবি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদীর পাঁচ কিলোমিটার অংশ ভারতের দখল থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতদিন এ নদীর বাংলাদেশ সীমান্তের অংশটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দখল করে রেখেছিল। সোমবার রাতে ৫৮ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, কোদলা নদী বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় ৪.৮০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত চিহ্নিত করেছে। ১৯৬১ সালের বাংলাদেশ-ভারত মানচিত্র অনুসারে এ নদীর উল্লেখিত অংশ বাংলাদেশের সীমানার অভ্যন্তরে অবস্থিত।

স্থানীয়রা জানান, স্বাধীনতার পর নদী তীরবর্তী মানুষজন ভেতরে বসবাস শুরু করলে বিএসএফ এই অংশে আধিপত্য বিস্তার করে। ফলে কৃষকরা চাষাবাদ ও মাছ আহরণে বাধার সম্মুখীন হতেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন বলেন, কোদলা নদীর বাংলাদেশ অংশে গেলেই বিএসএফ বাধা দিত, যা প্রায়শই দ্বন্দ্বের সৃষ্টি করত।

সম্প্রতি বিজিবি বিষয়টি নজরে এনে প্রয়োজনীয় নথি ও মানচিত্র পর্যালোচনা করে বিএসএফের অবৈধ দখলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। বিজিবি সদস্যদের সাহসিকতায় নদীর মালিকানা পুনঃপ্রতিষ্ঠিত হয়। বর্তমানে নদীর সুরক্ষায় বিজিবি সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি যন্ত্রচালিত বোট ও টহলের জন্য আধুনিক যান বরাদ্দ করা হয়েছে।

উদ্ধার কার্যক্রম শেষে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস সহিদ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নদীর প্রকৃত মালিকানা সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে অবগত রাখার আহ্বান জানান এবং গ্রামবাসীদের নদীটি সেচ ও চাষাবাদের কাজে ব্যবহার করতে উৎসাহিত করেন।

এ ঘটনায় স্থানীয়রা বিজিবির পদক্ষেপের প্রশংসা করেন এবং নদী রক্ষায় সচেতন থাকার প্রতিশ্রুতি দেন।

Header Ad
Header Ad

নওগাঁয় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

ফাইল ছবি

নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৮ জানুয়ারি) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করে বিএসএফ।

বর্তমানে সেখানে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সতর্ক অবস্থানে আছ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুদেশের কোন বেড়া নেই। আজ সকালে হঠাৎই বিএসএফ'র একটি দল ওই সীমান্ত এলাকায় তারকাঁটা বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দুদেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুদেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙ্গে কাঁটাতার নির্মাণ করতে আসে৷ জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুদেশের কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। আলোচনা ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Header Ad
Header Ad

এতো বড় বড় সংস্কার দরকার নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করুন

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

এতো বড় বড় সংস্কার দরকার নেই। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে সেই পরিবেশ তৈরির সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্তর্বর্তীকালীন সরকারকে এ আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ আহ্বান জানান।

সরকারের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বানোয়াট অভিযোগের মামলায় সাজা দিয়ে, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। এর জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, তারেক রহমানকে নিয়ে এখনও নানা চক্রান্ত চলছে। দেশের বাস্তবতায় তারেক রহমান উদারনীতির রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। ৫ আগস্টের পর প্রতিশোধ না নিয়ে, ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানানোয়, তারেক রহমানের জনপ্রিয়তা এখন অনেক উঁচুতে। সেই নেতা দেশের মাটিতে আসবেন এবং জনগণের পাশে থেকে নেতৃত্ব দেবেন।

Header Ad
Header Ad

ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেফতার

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি মূলত আওয়ামী লীগপন্থী একজন ব্যবসায়ী নেতা। এফবিসিসিআই (বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন) এবং বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি)-এর সাবেক সভাপতি হিসেবেও তার পরিচিতি রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁয় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা
এতো বড় বড় সংস্কার দরকার নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করুন
ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেফতার
খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ নিলেন গাছিরা
বঙ্গমাতার পরিবর্তে আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার
ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন: সাবেক খাদ্যমন্ত্রী
লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা
গ্রামীণ ব্যাংকের মালিকানা ৫ শতাংশ করার পরিকল্পনা সরকারের
গাইবান্ধা জেলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
অস্কারের ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে জায়গা পেল বাংলা সিনেমা
পদযাত্রায় পুলিশের বাধা, সাত দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল
লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
রামুর স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই
চলমান সংকট নিরসনে রাজনৈতিক সরকার জরুরি: আবদুল আউয়াল মিন্টু
আচরণ ঠিক করতে প্রশিক্ষণ নিচ্ছে পুলিশ
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ
বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে আন্দোলন, পুলিশের বাধা
কানাডায় নিখোঁজের একমাস পর মিলল বাংলাদেশি শিক্ষার্থীর লাশ
নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস জুনিয়র
নওগাঁয় এক হালি ফুলকপি বিক্রি হচ্ছে ২ টাকায়, বিপাকে কৃষকরা