চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। ছবি: ঢাকাপ্রকাশ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের একটি আমবাগান থেকে চোরাকারবারির ফেলে যাওয়া পোটলা হতে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় অবৈধ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি এদিন বেলা দেড়টায় সংবাদকর্মীদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন গোপন সংবাদ পেয়ে তারই পরিকল্পনা এবং দিক-নির্দেশনা মোতাবেক বারাদী বিওপি'র টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমানসহ একদল বিজিবি সদস্য সীমান্ত খুঁটির ৮০ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অবস্থান নেয়। বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে চ্যালেঞ্জ করলে সে তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল প্যাকেটটি উদ্ধার করে, সেটি জনসম্মুখে খুললে ওই প্যাকেটের মধ্যে খাকী রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২টি পোটলায় আনুমানিক ১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়।
এ ঘটনায় হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে জব্দ করা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে বলে তিনি জানান।