ইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত
ছবি : ঢাকাপ্রকাশ
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করতে আসা ৫৪ জন ইসকন ভক্তকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আসা এই ভক্তরা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। দীর্ঘসময় অপেক্ষার পরও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ভারতে প্রবেশের অনুমতি দেয়নি।
ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী জানান, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাদের অনুমতি দেয়নি। অপর এক ভক্তের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে তারা হতাশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, যাত্রীদের ভ্রমণকে সন্দেহজনক মনে করে তাদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ফেরত পাঠানোর ঘটনায় ইসকন ভক্তরা তাদের ধর্মীয় আচার পালন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে আরও তদন্তের দাবি জানিয়েছেন তারা।