চুয়াডাঙ্গার দর্শনা বাজারে ভোক্তা অধিকারের অভিযান, খাবার হোটেলে জরিমানা
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার দর্শনা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বাজার তদারকির অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আল্লাহর দান হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদবিহীন দই সংরক্ষণ এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই প্রস্তুতসহ বিভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা টাস্কফোর্স কমিটির এই অভিযানে হোটেল, ডিম, মুদিদোকান, এবং মুরগী বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। আল্লাহর দান হোটেলে পূর্বে বারবার সতর্ক করার পরও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণ এবং ফ্রিজে পচা দই রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও দইয়ের প্যাকেজিংয়ে মেয়াদ, ওজন ও মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক খন্দকার জহুরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে সকল ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য সতর্ক করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেয়া হয়। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেটও বিতরণ করা হয়।
অভিযানে ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং দর্শনা পৌরসভার কর্মকর্তারা সহায়তা করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় ওয়ারেন্ট অফিসার জুলফিকারের নেতৃত্বে চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বাজারের শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।