চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
ছবি : ঢাকাপ্রকাশ
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে ছাদে ভুট্টা শুকানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে দিনমজুর বশির আলী (৫০) মারা গেছেন। মৃত বশির আলী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের আফসার আলীর ছেলে।
শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
ইউপি সদস্য শামসুল হক জানান, ঘটনার সময় মদনা গ্রামের উত্তর পাড়ার ইলার উদ্দীনের বাড়ির ছাদে ভুট্টা শুকানোর কাজ করছিল বশির আলী। ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে তার শরীরে স্পর্শ করলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা.সাদিয়া পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।