সবজি ক্ষেতে গাঁজা চাষ, গ্রেপ্তার ১
নড়াইলের নড়াগাতিতে সবজি ক্ষেতে গাঁজা চাষ করার দায়ে আবুল হাসনাত ওয়াসিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় জেলার নড়াগাতি থানার মুলশ্রী গ্রামের একটি সবজি বাগানে অভিযান চালিয়ে পাঁচটি গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়াসিম মুলশ্রী গ্রামের মৃত হাসমত আলী শিকদারের ছেলে।
এ ব্যাপারে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, শুক্রবার সন্ধায় গোপন সংবাদ পেয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ মুলশ্রী গ্রামে এ অভিযান পরিচালনা করেন। এসময় আবুল হাসনাত ওয়াসিম কে গ্রেপ্তার করা হয়। পরে তার সবজি বাগান থেকে পাঁচটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে ওয়াসিমের বিরুদ্ধে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।
শনিবার (২৭ মে) ওয়াসিমকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
/এএস