খুলনা সিটি নির্বাচন: প্রতীক পেয়ে প্রচারণায় মেয়রপ্রার্থীরা
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল ৯টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। আর প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় নেমে পড়েছেন মেয়রপ্রার্থীরা।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু লাঙল এবং জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
নগরীর নিউমার্কেট এলাকায় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এসময় সাংবাদিকদের তিনি বলেন, খুলনার উন্নয়নের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্ধারণ করেছেন। চলমান কাজ এখনো শেষ হয়নি। এবার নির্বাচিত হলে আমার প্রধান কাজ হবে এসব চলমান কাজ শেষ করা। আমি মনে করি এসব চলমান কাজ শেষ হলেই খুলনা নগরী একটা মডেল শহর হবে।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেন, জাতীয় পার্টির সরকারের সময় খুলনার দক্ষিণ অঞ্চলসহ সারা দেশে হাজারো প্রতিষ্ঠান হয়েছে। আমি যদি নির্বাচিত হতে পারি খুলনার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব। খুলনাকে আরও উন্নত শহর করে গড়ে তোলার জন্য যা যা করণীয় তাই করব।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা সিটি করপোরেশন মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমি নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ, ও মাদক নির্মূল করব। ইসলামী আন্দোলনের কোনো কর্মী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এ ধরনের কোনো কাজে কখনো লিপ্ত থাকে না। যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে সৎভাবে কাজ করলে খুলনা শহরকে মডেল শহর এ রূপান্তর করতে বেশি দিন লাগবে না।
বেলা ১১টা থেকে শুরু হয় সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দের কাজ। যা চলে বিকাল ৪টা পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন কি না তা মনিটরিং করার জন্য শুক্রবার থেকে মাঠে কাজ করবেন ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তারাও বিষয়টি মনিটরিং করবেন।
খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের জন্য ৪ মেয়রপ্রার্থীসহ ১৭৯ জন প্রার্থীকে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও সাধারণ কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসজি